বিএনপিকে দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিসে বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকেদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়। ওবায়দুল কাদের বলেন, দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়। এসময় বক্তারা বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না।