বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে। ১০ ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশ যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন। বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বুধবার রাজধানীর রাজারবাগে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন- ১৯৭৪ থেকে ২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে ১০ ডিসেম্বের বিএনপি সমাবেশ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, সমাবেশ উপলক্ষে বিএনপি দুটি জায়গা চেয়েছিল। তাদের দাবি অনুযায়ি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হলেও এখন তারা বলছে, নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করবে। সমাবেশকে ঘিরে অরাজকতা করার চেষ্টা করলে বিএনপি ভুল করবে বলে মন্তব্য করেন তিনি। আলোচিত গণসমাবেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া যোগ দিলে জামিন বাতিল হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ বিষয়ে আদালত ব্যবস্থা নেবে।’ এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মসূচির কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি এগিয়ে এনে তাদের সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরও কেউ কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না।

Share.

Comments are closed.