বিটিভিতে অনিয়ম: এবার মুখ খুললেন আনজাম মাসুদ

0

অনুসন্ধানী প্রতিবেদনঃ   বিটিভিতে সরকার দলীয় সংস্কৃতি কর্মীদের মধ্যে অন্যতম ছাত্রলীগের সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক আনজাম মাসুদ। এক আলাপচারিতায় তিনি বলেন, “বিটিভিতে খুব যে স্মুথলি কাজ করতে পারি তা কিন্তু না” । বিটিভি র অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান পরিবর্তন এর পরিকল্পনা, গ্রন্থণা, উপস্থাপনা করেন আনজাম মাসুদ। প্রতি মাসের ২য় শুক্রবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হয় অনুষ্ঠানটি। তিনি অভিযোগ করেন- গত জানুয়ারী মাসে স্পন্সর না থাকার অজুহাতে অনুষ্ঠানের প্রচার বন্ধ করে দিলেন উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকার। অথচ বিটিভির নিজস্ব প্রযোজনার কোন অনুষ্ঠান স্পন্সর জরুরি নয়। বিটিভির নিজস্ব তিনটি চারটি অনুষ্ঠান স্পন্সর হয় তাও পিক টাইমে প্রচারের জন্য। একাধিক জাতীয় পত্রিকায় অনুষ্ঠান প্রচারের কথা প্রকাশ হয়েছে, বিটিভি প্রোমোশনাল ও চালিয়েছে বহুবার। তারপরও হঠাৎকরে সুরথ কুমারের অনুষ্ঠান বন্ধ করা একটি হটকারী সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।

তিনি বলেন-  উপর থেকে ফোন করে অনুষ্ঠান প্রচারে বাধ্য করা হয়েছে। দলের যাঁরা বিটিভিতে কাজ করে তাদের উদ্দেশ্যে আনজাম মাসুদ বলেন -‘অমি খুব সহজেই অনুষ্ঠান নির্মান করতে পারি, এই ধারনাটা ভূল।’ বর্তমান মন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমার বিশ্বাস অচিরেই বিটিভির প্রশাসনে আমুল পরিবর্তনের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান হবে।’

অনুসন্ধানে জানা যায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে সকল সাংস্কৃতিক নেতাদের অনুষ্ঠান বন্ধ রয়েছ তাদের কয়েকজন- কবি আসলাম সানি, আসলাম শিহির, সাবেক তথ্য সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ , মিসেস হোসনেয়ারা সাংস্কৃতিক সম্পাদক কেন্দ্রীয় কৃষক লীগ, বর্তমান সরকারের নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক মোশাররফ হোসেন, আক্তারুজ্জামান খোকা কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ নেতা, বোরহান বাবু উপ দপ্তর সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ , হাসান মতিউর রহমান “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানের গীতিকার , আওলাদ হোসেন রুহুল সাংস্কৃতিক সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ , রুবাইয়াত রাকিব আওয়ামীলীগ উপ-কমিটির সহ- সম্পাদক , সালমা চৌধুরী, সহ-সভাপতি, কেন্দ্রীর আওয়ামী শিল্পীগোষ্ঠী , সোনিয়া পারভিন শাপলা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আশরাফুল আলম বিপ্লব , ফরিদুর রহমান হৃদয়, রিনা আমিন প্রমুখ ।

তারা অনতিবিলম্বে বিটিভির দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ দলের ত্যাগী সংস্কৃতিকর্মীরা যাতে বিটিভিতে নিয়মিত অনুষ্ঠান করতে পারে, সে ব্যবস্থা গ্রহণের জন্যে তথ্যমন্ত্রীকে আশু ব্যবস্থাগ্রহণের দাবি জানান।

Share.

Comments are closed.