বিদেশ থেকে কারো নির্দেশে বাংলাদেশে কোন আন্দোলন সম্ভব নয়। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, এবারের পূজোয় অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাটি ও মানুষের শেকড় থেকে উঠে আসা দল আওয়ামী লীগ। বিদেশী কোন ষড়যন্ত্রে এ দলের কখনোই কিছু হবে না। এর আগে ধানন্ডিতে দলের কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের তিনি জানান, এবারের পুজায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।