বিজয়ের ৫২ তম দিবসে সাভার জাতীয় স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেমে আসে সর্বস্তরের মানুষের ঢল। সবার মুখে উচ্চারিত হতে থাকে অসাম্প্রদায়িক বাংলাদেশের নির্মাণের দাবি। বিভিন্ন দলে যুদ্ধাপরাধীদের স্থান পাওয়া নিয়ে খোদ রাজনীতিবিদরাই জানান ক্ষোভ।
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। । রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দেওয়া শুরু হয়। সবার মুখে উচ্চারিত হতে থাকে ঐকতানের বাংলাদেশের কথা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে একের পর এক আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের স্থান পাওয়ার বিষয়ে উঠে আসে বক্তব্য পাল্টা বক্তব্য।