বিরোধী দলগুলো রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে যাচ্ছে

0

আগামী ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সাংবিধানিক ব্যাখ্যা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ১১ ডিসেম্বর থেকে রাষ্ট্র কে চালাবে তার সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করতে হবে বিএনপিকে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, বিএনপি বড় বড় সমাবেশ করছে, ১০ই ডিসেম্বর তারা সরকারের বিদায়ের কথা বলছে। তাহলে ১১ তারিখ থেকে কারা রাষ্ট্র পরিচালনা করবে, সেটা পরিষ্কার হওয়া উচিত বিএনপি নেতাদের। এ সময় মন্ত্রী বলেন, ধর্মকে পুজি করে বিরোধী দলগুলো রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে যাচ্ছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্র গঠিত হয়েছে, সেই রাষ্ট্র সাংবিধানিকভাবেই চলবে বলে মন্তব্য করেন তিনি।

Share.

Comments are closed.