বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ পেলো ওমান, ভারত, আফগানিস্তান, কাতারকে

0

আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ফুটবল ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। ২০২২ সালে কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে চীনে অনুষ্ঠেয় এশিয়ান কাপের জন্য আজ ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘ই’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, ভারত, আফগানিস্তান ও কাতার।

খেলা হবে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে। ১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘরের মাঠে কাতারের মুখোমুখি হবে। এরপর ১৫ অক্টোর ভারত গিয়ে খেলবে তৃতীয় ম্যাচ। এ বছর শেষ ম্যাচ হবে ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে। ঐ ম্যাচের স্বাগতিক ওমান।

আগামী বছর বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে। এরপর বাংলাদেশ কাতার গিয়ে ৩১ মার্চ পরের ম্যাচ খেলবে। শেষ দু’টি ম্যাচ হবে ঘরের মাঠে ৪ জুন ভারত ও ৯ জুন ওমানের বিপক্ষে।

৪০টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। প্রতি গ্রুপে ৫টি করে দল। বাংলাদেশ প্রথম রাউন্ডের বাঁধা পেরিয়ে তবেই বাছাইপর্বের চূড়ান্ত পর্বে এসেছে। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লাওস। প্রথম লেগে বাংলাদেশ ১-০ গোলে জয় পেলেও দ্বিতীয় লেগের ম্যাচ গোলশুন্য ড্র হয়। দুই লেগ মিলে ১-০ গোলের জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে আসে বাংলাদেশ দল।

৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৪ টি রানার্সআপ-এই ১২ দল উঠবে বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে। সেখানে ১২ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই পর্বটিই হবে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ার দল নির্ধারণী পর্ব। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল সরাসরি উঠবে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আরেকটি দল উঠবে ওশেনিয়া অঞ্চলের একটি দলের সঙ্গে প্লে-অফ খেলে। 

মো: শফিকুল আলম

Share.

Comments are closed.