সরবরাহ ব্যবস্থায় নানা ধরনের সমস্যা সত্ত্বেও বিশ্বে অস্ত্র বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২১ সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনকারী বিশ্বের একশ বড় কোম্পানির বিক্রি এক দশমিক নয় শতাংশ বেড়ে ৫৯২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের নতুন তথ্যে এমন পরিসংখ্যান পাওয়া গেছে। সোমবার প্রতিষ্ঠানটি তাদের প্রকাশিত তথ্যে জানায়, গত সাত বছর ধারাবাহিকভাবে বিশ্বে অস্ত্র বিক্রি বেড়েছে।সরবরাহ লাইনে সমস্যা না হলে ২০২১ সালে আরও বেশি অস্ত্র বিক্রি হতে পারতো বলে জানায় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এতে সরবরাহ লাইন আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণ অস্ত্র তৈরির ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাঁচামালের ওপর অনেক বেশি নির্ভরশীল। এমন পরিস্থিতির কারণে অস্ত্র মজুদের ক্ষেত্রে বেকায়দায় পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। কারণ তারা বিলিয়ন বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠাচ্ছে।