বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

0

শিশুদের সব ধরণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সোমবার রাজধানীর শিশু একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। পরে আলোচনা পর্বে তিনি বলেন, জাতিসংঘ ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ ঘোষণার ১৫ বৎসর পূর্বে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিশুদের অধিকার সুরক্ষার জন্য শিশু আইন প্রণয়ন করেন। শিশুদের সৃজনশীল এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিলো, তার প্রয়োজনীয়তা কখনোই শেষ হবে না। দেশের ভবিষ্যত উন্নয়নে শিশুদের অধিকার নিশ্চিকরণের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। শিশু দিবসের এবারের শ্লোগান ছিলেf- “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ”।

Share.

Comments are closed.