বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

0

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াইয়ের সাথে পাল্লা দিয়ে খেলছে বৃষ্টি। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ। কিন্তু বৃষ্টির বাগড়ায় এটিও পণ্ড হয়েছে।

সকাল থেকেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ছিলো বৃষ্টি। ফলে প্রথমে বিলম্বিত হয় টস আর শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় পরিত্যক্ত হয় ম্যাচটি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুবিধাজনক স্থানে রয়েছে আয়ারল্যান্ড। এ’ গ্রুপের দল হিসেবে তিন পয়েন্ট নিয়ে আইরিশরা আছে দ্বিতীয় অবস্থানে। আর ২ পয়েন্ট নিয়ে আফগানরা পাঁচে।

Share.

Comments are closed.