বৃহত্তর ঐক্য ছাড়া কঠোর আন্দোলন সম্ভব নয় : ফখরুল

0
বৃহত্তর ঐক্য ছাড়া কঠোর আন্দোলন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে, জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি। দেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনে যেটা হয়েছে সেটা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে। এটা নিয়ে আর কোন প্রশ্নের সুযোগ আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকটি রাজনৈতিক দলকে আরও সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরও বেশি দৃঢ় করা।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি মনে করে থাকেন যে এককভাবে এই ভয়াবহ দানবের সঙ্গে সংগ্রাম করে গণতান্ত্রিক বিজয় লাভ করবেন তাহলে আমি বলবো তিনি সঠিক সত্যটা উপলব্ধি করতে পারছেন না।
Share.

Comments are closed.