বেনাপোলে ১১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

0

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ১১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।

বুধবার রাত ১০টার সময় বেনাপোলমুখী একটি পিকআপ থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে যশোর থেকে বেনাপোলগামী একটি পিকআপ তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে পিকআপের চালকের পিছনে কেবিনের বক্সের মধ্য বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। জব্দকৃত সোনার বাজার মূল্য ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

Share.

Comments are closed.