বেলকে আর রিয়ালে চান না জিদান

0

গ্যারেথ বেলকে যেন একদমই সহ্য করতে পারছেন না রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। সম্পর্ক এতোটাই তলানিতে গিয়ে ঠেকেছে, জিদান জানিয়েছেন বেল আগামীকালই চলে গেলে সেটা দলের জন্য ভালো। রিয়াল মাদ্রিদ নাকি তাকে বিক্রি করার চেষ্টা করছে। তাই পরিস্থিতি অনুযায়ী বেলের রিয়াদ মাদ্রিদ ছেড়ে চলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
প্রশ্ন হচ্ছে ৩০ বছর বয়সী গ্যারেথ বেলের নতুন ঠিকানা তাহলে কোথায়? সম্ভাব্য কিছু ক্লাবের নাম ঘুরে ফিরছে তাকে ঘিরে। খবর রটেছে বেলের সাথে চুক্তি করতে আগ্রহী জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আগ্রহ দেখাচ্ছে চীনের তিনটি ক্লাবও। তাই প্রশ্ন উঠেছে বেল কি তাহলে ইউরোপ ছেড়ে পাড়ি জমাচ্ছেন চীনে?
আরেকটি সম্ভাবনাও দেখছে আন্তর্জাতিক গণ মাধ্যমগুলো। নেইমার ফ্রন্সের ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। আর রিয়াল থেকে পিএসজিতে যাবেন গ্যারেথ বেল। আবার ম্যানচেস্টার ইউনাইটেড ও টোটেনহ্যামের রাডারেও নাকি আছেন গ্যারেথ বেল।
২০১৩ সালের পহেলা সেপ্টেম্বর টোটেনহ্যাম থেকে ১০০ দশমিক ৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে এসেছিলেন গ্যারেথ বেল। যা ছিল তখনকার সময়ের বিশ^ রেকর্ড ট্রান্সফার ফি। গত প্রায় ছয় বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ২৩১ ম্যাচে ১০২ গোল করেছেন গ্যারেথ বেল। 

Share.

Comments are closed.