বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমছে। বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলার সাশ্রয়ের জন্য চীনের সঙ্গে বাণিজ্যে চীনের মুদ্রা ব্যবহারের পরামর্শ দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। একইসঙ্গে চীনে রফতানি বাড়ানোর জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ডিক্যাব টকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে তিনি বলেন, চীনে প্রতি বছর ইমপোর্ট এক্সপো হয়, যেখানে অনেক দেশ চীনের বাজারের জন্য তাদের পণ্য প্রদর্শন করে। বাংলাদেশকে চীন বিনা পয়সায় সেখানে বুথ দিতে চাইলেও এদেশের ব্যবসায়ীরা আগ্রহী হন না তাতে। চীন জ্বালানি আমদানি করে থাকে এবং রফতানি করার পরিস্থিতিও নেই। তবু বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশের সমস্যার সমাধানে জ্বালানি সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হবে বলে জানান চীনের রাষ্ট্রদূত।