ব্যবসায়ীদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের কল্যাণে ব্যবসায়িরা যতো বেশি কাজ করবেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে ততো বেশি সহযোগিতা করা হবে। রোববার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতাধীন ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও স্থাপনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিল্প প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করেন তিনি। শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে নিজের দেশের মানুষের চাহিদা পূরণের প্রচেষ্টা চালাতে এ সময় শিল্পতিদের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। পরিবেশ এবং ফসলি জমি রক্ষায় যত্রতত্র শিল্পায়ন না করার নির্দেশ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়মী লীগ সরকারের উদ্দেশ্য হচ্ছে, রপ্তানি বৃদ্ধি করা ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া।