ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষের কথা ভাবতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে ভোগ্যপণ্য আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর ব্যবসায়ীরা যে দলেরই হোক, তাদের কোন রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। তারা যে দলেরই হোক যাতে, তারা যাতে ব্যবসায়ী হিসেবে ব্যবসা করতে পারেন, সেই পরিবেশ এই সরকার সৃষ্টি করে দিয়েছে। এ সময় তিনি আরও বলেন, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে সারা বিশ্বের অর্থনীতিতে আঘাত এসেছে। এ জন্য যার যেখানে যতটুকু জমি আছে, নিজের জন্য হলেও খাদ্যের উৎপাদন বাড়ানোর ওপর আবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।