ব্রহ্মপুত্র নদীতে অভিযান চালিয়েছে ভ্র্যাম্যমান আদালত

0

কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদীতে অভিযান চালিয়েছে ভ্র্যাম্যমান আদালত। এই সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে ৯ জেলেকে আটক করে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সময় সেখান থেকে ২ লাখ মিটার অবৈধ কারেন্টজাল ও ৭০টি রিংজাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভৈরব উপজেলা মৎস্য অফিসের পরিচালনায় ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন নির্বাহী মেজিষ্ট্রেট জুলহাস হোসেন সৌরভ। এই অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমানসহ ও নৌ-পুলিশের সদস্যরা।

Share.

Comments are closed.