ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের জন্য শনিবার আনন্দের

0

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের জন্য শনিবার সকালটি বেশ আনন্দের। দুই দলই নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। মজার বিষয়, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আলাদা প্রতিপক্ষের বিপক্ষে খেললেও, জয়ের ব্যবধান একই।

মেসির জোড়া গোলে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর ঘানাকেও একই ফলাফলে হারিয়েছে ব্রাজিলও। বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে, হন্ডুরাসের বিপক্ষে জোড়া গোল করেছেন আলবিসেলেস্তাদের অধিনায়ক লিওনেল মেসি। অপর গোলটি এসেছে লাউতারো মার্টিনেজের পা থেকে। তাতে টানা ৩৩টি ম্যাচে অপরাজিত থাকলো তারা ল্যাতিন আমেরিকার দলটি। আর চার ম্যাচে অপরাজিত থাকলেই মেসিরা ভেঙে দেবে, ইতালির রেকর্ড টানা ৩৬ ম্যাচে আনবিটেন থাকার কৃতিত্ব। এদিকে আরেক ম্যাচে, ফ্রান্সের লু আভহাতে ঘানার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। ১১ বছর পর ঘানার সঙ্গে খেলেছে তারা। আফ্রিকার দেশটির বিপক্ষে এই নিয়ে পাঁচ ম্যাচ খেলে সবগুলোই জিতলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Share.

Comments are closed.