ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় ১ জন নিহত

0

ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল মিয়া শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃৃত মোশকু মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, ঢাকা—সিলেট মহাসড়কের শাহবাজপুরে ওই অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এতে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না। এসময় পেছন থেকে আসা একটি লরি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক কামাল মিয়া মারা যান।

Share.

Comments are closed.