ব্রিটেন ও ভারতসহ আরও চারটি দেশের প্রতি সমর্থন ফ্রান্সের

0

ভারত দীর্ঘদিন ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দাবি করে আসছে। এবার নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চেয়েছে ফ্রান্স। সম্প্রতি ব্রিটেন ও ভারতসহ আরও চারটি দেশের প্রতি সমর্থন জানিয়েছে।

ভারত ছাড়াও ফ্রান্স জার্মানি, ব্রাজিল ও জাপানকেও সমর্থন করে। জাতিসংঘে ফ্রান্সের উপ-স্থায়ী প্রতিনিধি নাথালি ব্রডহার্স্ট জানান, বর্তমানে নিরাপত্তা পরিষদে প্রতিনিধির সংখ্যা বাড়াতে হবে। যার মাধ্যমে এই পরিষদ আরও শক্তিশালী ও কার্যকর হবে। এ বিষয়ে ফ্রান্সের অবস্থান আগের মতোই রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধি ও ন্যায়সঙ্গত প্রতিনিধিত্বের প্রশ্ন শীর্ষক আলোচনা অধিবেশনে, ফরাসি প্রতিনিধি ভারত ও অন্যান্য তিনটি দেশের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য অনুরোধ করেছিলেন। প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও রাশিয়া ইতোমধ্যেই ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব চেয়েছে। ভারত বর্তমানে দুই বছরের মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।

Share.

Comments are closed.