ব্ল্যাক আউটের ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার

0

গ্রিড বিপর্যয়ের কারণে সৃষ্ট ব্ল্যাক আউটের ঘটনায় বিদ্যুৎ বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ব্ল্যাক আউটের ঘটনায় যাদের গাফিলতি রয়েছে, আরো যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে এক সপ্তাহের ভেতর চিহ্নিত করা হবে। এই ঘটনার সঙ্গে অন্য যারা যারা জড়িত ছিল তাদেরকে প্রশাসনিক শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।ি এ সময় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রিড বিপর্যয়ের পেছনে মানুষের কাজ একটি কারণ হিসেবে এসেছে। বিদ্যুৎ বিভাগকে তাদের নামগুলো জানাতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিপর্যয়ে জড়িত সবাইকে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে পিজিসিবি একটি তদন্ত কমিটি করে।

Share.

Comments are closed.