জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ দল। ভারতের কল্যাণীতে ভুটানকে ৫-২ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।
সব দিক দিয়েই এই ম্যাচে ভুটানের চেয়ে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ভুটান নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৩-২ গোলে হেরে মানসিক দিক দিয়েও পিছিয়ে ছিলো। ১৫ মিনিটেই মিরাদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দুই মিনিট পরই দর্জির গোলে ম্যাচে সমতা আনে ভুটান।
২১ মিনিটে বাংলাদেশ আবার এগিয়ে যায় আল আমিনের গোলে। ৩২ মিনিটে ভুটান ম্যাচে ফিরলেও প্রথমার্ধেই স্কোরলাইন ৩-২ করেন শুভ সরকার।
দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুজে পাচ্ছিল না কোন দলই। তবে ৮৩ মিনিটে মিরাদ ম্যাচে তার দ্বিতীয় গোল করেন। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইমে আরিফুর রহমান রাজুর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
লাল-সবুজরা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী রোববার শ্রীলংকার বিপক্ষে। পাঁচ দলের এই টুর্নোমেন্ট হচ্ছে রাউন্ড রবিন পদ্ধতিতে। গ্রুপের সেরা দুই দল ৩১ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে।
মো: শফিকুল আলম