ভবনে প্রতিবন্ধকতা এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি পেলে লাইসেন্স বাতিল

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এগুলো নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। কোন ভবনে প্রতিবন্ধকতা এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি পেলে ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

বুধবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে না জানিয়ে মেয়র বলেন, ঢাকার আবাসিক ও বাণিজ্যিক উভয় ধরনের উঁচু ভবনে প্রায় ৯০ শতাংশই আগুন নিয়ন্ত্রণ, আগুন দমন ও অগ্নি নিরাপত্তা ও প্রস্থানের ব্যবস্থা নেই।

Share.

Comments are closed.