ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই

0

ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে মিরপুর ১১ এর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে কয়েকটি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় জনতা মাঠে সমবেত হয়ে অনশন করে। সেখানে উপস্থিত হয়ে মেয়র দখলকৃত মাঠকে উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেন।

মিরপুর ১১ এর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠটি দখলের চক্রান্ত করছিলো একটি গোষ্ঠি। মাঠ বাঁচানোর দাবিতে অনশন শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয়রা। সেখানে উপস্থিত হয়ে ডিএনসিসি মেয়র দখলকৃত মাঠকে উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘সুস্থ সমাজ গড়তে হলে অবশ্যই আমাদের উন্মুক্ত স্থান রাখতে হবে। মেয়র বলেন, ঢাকা শহরের সব পাবলিক স্পেস দখল হয়ে যাচ্ছে। সেগুলো ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।’

Share.

Comments are closed.