যশোরের শার্শা সীমান্তে গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি অভিযানে ভারতে পাচারের সময় ৪ কেজি ৩৯৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এ সময় তিন পাচারকারীকে আটক করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তিনটি অভিযানে মোট ২৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়ে। এর মধ্যে রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে সারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। একই দিন রাতে পুটখালি গ্রামের মসজিদ বাড়ি বিজিবি পোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেট থেকে এক কেজি ৬০ গ্রাম ওজনের এক পিছ বড় স্বর্ণের বার এবং যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি পোস্ট এলাকায় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৮ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।