একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তির অধিকার কোন স্ত্রীর?; রায় আদালতের

0
স্বামীর একাধিক বিয়ে হলে সম্পত্তিতে অধিকার থাকবে কোন স্ত্রীর? এই নিয়ে দ্ব’ন্দ্ব বহুদিনের। অর্থাৎ কোন ব্যক্তির যদি দু’জন স্ত্রী থাকে তাহলে ওই ব্যক্তির সব সম্পত্তির দাবিদার হবে তার প্রথম স্ত্রী। দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার মঙ্গলবার এর শুনানিতে এমনই রায় দিল মুম্বাই হাইকোর্ট। বেশ কিছুদিন আগে মহারাষ্ট্র পুলিশের সাব-ইন্সপেক্টর সুরেশ হটানকর কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। কর্মরত থাকাকালীন প্রয়াণ হয় ওই সাব-ইন্সপেক্টর এর। করোনা যোদ্ধা হিসেবে চিরবিদায়ের কারণে মহারাষ্ট্র সরকার ৬৫ লাখ টাকা সুরেশের পরিবারকে দেওয়ার কথা ঘোষণা করেন। তবে সুরেশের দুজন স্ত্রী থাকার কারণে এ নিয়ে সমস্যার সৃষ্টি হয়। দু’পক্ষের স্ত্রী ওই টাকার দাবি করেন। আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যাটি সমাধান করা না হলে পর পুলিশকর্মীর দ্বিতীয় পক্ষের মেয়ে শ্রদ্ধা মুম্বাই হাইকোর্টে আবেদন জানায়। হাইকোর্টের শ্রদ্ধার আবেদন ছিল, বাবার প্রয়াণের পরে ওই টাকা যেন সে পায়। কারণ পরিবারের রোজগেরে সদস্য না থাকার কারণে তাদের যাতে অনাহারে জীবন কাটাতে না হয় সেই কারণেই আবেদন করেন শ্রদ্ধা। সেই মামলার রায় দেন বিচারপতি কাথাওল্লা। তিনি বলেন, আইন অনুযায়ী ওই পুলিশ অফিসারের সম্পত্তির ওপর তার দ্বিতীয় স্ত্রীর কোন অধিকার নেই। তবে ওই ব্যক্তির প্রথম পক্ষের স্ত্রী সন্তান এবং দ্বিতীয় পক্ষের সন্তানের এই সম্পত্তিতে অধিকার রয়েছে। ভিডিও কনফারেন্সে মামলা চলাকালীন সাব-ইন্সপেক্টর এর প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে জানান, তিনি কখনোই জানতেন না যে তার স্বামীর দ্বিতীয় কোনো স্ত্রী এবং মেয়ে রয়েছে। স্বামীর প্রয়াণের পর এই কথা জানতে পারেন তারা।
Share.

Comments are closed.