ভারী অস্ত্র কিনতে কেএনএফকে ১৭ লাখ টাকা দিয়েছিল জঙ্গি সংগঠন শারক্বীয়া

0

ভারী অস্ত্র কিনতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফকে ১৭ লাখ টাকা দিয়েছিল জঙ্গি সংগঠন শারক্বীয়া। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ অর্থবিষয়ক সমন্বয়ক মুনতাছির আহম্মেদসহ চারজনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছে র ্যাব। বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার অন্য তিনজন হলেন ইসমাইল হোসেন, আবদুল কাদের ও হেলাল আহমেদ জাকারিয়া।

জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ অর্থবিষয়ক সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর মুনতাছির আহম্মেদ গত ৮–৯ মাসে ভারী অস্ত্র ক্রয়ের জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট–কেএনএ ‘কে ১৭ লাখ টাকা দেন। এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিনি বিভিন্ন স্থানে পাঠিয়েছেন বলে জানানো হয় র ্যাবের সংবাদ সম্মেলনে। নতুন এই জঙ্গি সংগঠন বেশ কয়েকটি সেক্টরে ভাগ হয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ এবং সম্পৃক্ত হতে দেশব্যাপী নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানায় র ্যাব। এর আগে ১০ অক্টোবর ঢাকায় র ্যাবের সংবাদ ব্রিফিংয়ে বলা হয়েছিল, জামাতুল আনসার ফিল হিন্দিল শারক্বীয়ার সদস্যদের পার্বত্য এলাকায় পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ছত্রচ্ছায়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেখানে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চলছে।

Share.

Comments are closed.