ময়মনসিংহের ভালুকায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অটোচালক মোফাজ্জল মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, গেলো রাতের কোনো এক সময় অটোচালক মোফাজ্জলকে হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।