ভালুকায় শ্বশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা

0

ময়মনসিংহের ভালুকায় শ্বশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ভান্ডাব বয়ডাপারা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার আবুল কাশেমের মেয়ের জামাই ফখরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় স্ত্রী আকলিমা শব্দ শুনে ঘর থেকে বের হয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আকলিমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহত ফখরুল ইসলামের লাশ উদ্ধার করে।

Share.

Comments are closed.