ভূয়া মেশিনে রোগ নির্ণয়, এক লক্ষ টাকা জরিমানা করেছে রেব

0

ভূয়া মেশিন দিয়ে রোগ নির্ণয় এবং এমএলএম ব্যবসার অপরাধে, যশোর সদরের কনশাস ট্রেডার্স এর মালিক ও তার সহযোগীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে রেব—৬ এর ভ্রাম্যমাণ আদালত।

রেব জানায় গোপন সংবাদের ভিত্তিতে, কনশাস ট্রেডার্স এর মালিক ভূয়া মেশিন দিয়ে রোগ নির্ণয় এবং তিয়ানসি কোম্পানির এমএলএম ব্যবসা করার অপরাধে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেব।

Share.

Comments are closed.