ভেজাল মসলা তৈরির অভিযোগে ১০ ব্যবসায়ী আটক

0

ভেজাল মসলা তৈরি করে বাজারজাতের অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া থেকে ১০ ব্যবসায়ীকে আটক করেছে রেব। এ সময় বিষাক্ত রাসায়নিক রং মেশানো বিপুল পরিমাণ হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া জব্দ করা হয়।

রেব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, চাকতাই এলাকার জসিমের ক্রাসিং মিলে ভেজাল মশলা তৈরি ও বিক্রির জন্য হলুদ, মরিচসহ বিভিন্ন পণ্য মজুত করা হয়। এমন তথ্য পেয়ে মঙ্গলবার সকাল ১১টায় অভিযান চালানো হয়েছে। এ সময় ভেজাল রং মেশানো প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। এসময় ১০ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসব ভেজাল মসলা তারা চট্টগ্রামের বাজার ছাড়াও আশপাশের বিভিন্ন জেলায় পাইকারদের কাছে বিক্রি করছিলো। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.

Comments are closed.