ভোলায় স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবল এনামুল ব্যাপারীর ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদের উত্তর-পশ্চিম পাশের পার্কের ভেতরের বক ফোয়ারার কাছে পুলিশ সদস্য মো: এনামুল বেপারী তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যান। তখন দুষ্কৃতিকারীরা ভিকটিমের স্ত্রীকে উত্যক্ত করাসহ অশালীন কথাবার্তা বললে তিনি এর প্রতিবাদ করলে তাকে ও তার স্ত্রীকে চারদিক থেকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্নস্থানে জখম করে। এক পর্যায়ে এনামুলকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা, কানের নিচে, পেটের বাম পাশে ও পিঠেসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করে।