মন্দা পরিস্থিতি থেকে উত্তরণে সরকার যথেষ্ট সজাগ

0

করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী যে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে উত্তরণে সরকার যথেষ্ট সজাগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে কুচকাওয়াজে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এখনো গতিশীল এবং নিরাপদ আছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অনেক কাজ শুরু করা হয়েছিলো। কিন্তু করোনা, ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী মন্দা দেখা দেয়ার অনেক কিছুই নতুন করে ভাবতে হচ্ছে। তারপরও বৈশ্বিক মন্দার প্রভাব থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশে বারবার ক্যু হয়, বিমান বাহিনীর প্রায় ৬০০ অফিসার ও সৈনিককে হত্যার করা হয়। ১৯৭৫ সালের পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নানা ঘটনা ঘটে। আওয়োমী লীগ সরকার গঠনের পর বিমান বাহিনীকে আবার নতুনভাবে গড়ে তোলার ব্যবস্থা নেয়া হয়। মহান মুক্তিযুদ্ধে জীবন দেয়া বিমান বাহিনীর সদস্যদেরকে এ সময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

Share.

Comments are closed.