মশক নিধনে ত্রুটি দেখা দিলে কঠোর ব্যবস্থা

0

মশক নিধন কার্যক্রমে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আর ডিএনসিসি মেয়র বলেছেন, কোন বাড়িতে দ্বিতীয়বারের মতো এডিস মশার লার্ভা পাওয়া গেলে সে বাড়ির মালিককে শুধু জরিমানা নয়, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে তাকে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনের সময় তারা এসব কথা জানান সাংবাদিকদের।

মশক নিধন নীতিমালা বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণের কথা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শিগগিরই দেশব্যাপী ওই নীতিমালা প্রয়োগ করা হবে। মেয়র আতিকুল ইসলাম এ সময় সাংবাদিকদের জানান, মানুষের সেবায় রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৪ টি কমিউনিটি হাসপাতাল করা হচ্ছে। মশা নিধনের ওষুধের মান নিয়ে কোন ধরণের সন্দেহ হলে তা পরীক্ষা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের আহবান জানানো হয় সিটি করপোরেশনের পক্ষ থেকে।

Share.

Comments are closed.