রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশে পাঠানোর নামে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেয়া মানবপাচারকারী ও প্রতারক চক্রের মূলহোতা ও তার প্রধান সহযোগীকে গ্রেফতার করেছে র ্যাব। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫২১ টি পাসপোর্ট, ভুয়া মেডিকেল সার্টিফিকেটসহ বিদেশ গমনে অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়।
ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকুরী দেয়ার মিথ্যা প্রলোভন দেখানো হতো সাধারন মানুষকে। ফাঁদে পা দেওয়া প্রত্যেকের কাছে প্রাথমিক খরচ বাবদ নেয়া হতো ১ থেকে ২ লাখ টাকা নিত। পরবর্তীতে ধাপে ধাপে নেয়া হতো আরও। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর শান্তিনগর এলাকার একটি অফিসে অভিযান চালিয়ে আটক করা হয় প্রতাক চক্রের মূলহোতাসহ তার সহযোগিকে।
সংবাদ সম্মেলনে র ্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাধারন মানুষদের সর্বশান্ত করে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিলো চক্রটি। এদিকে রাজধানীর পল্লবীতে এসএসসি পরীক্ষার্থী রাকিবের ওপর সশস্ত্র হামলাকারী কিশোর গ্যাং লিডার রমজান ও আল আমিনসহ ০৫ জনকে রাজধানীসহ বিভিন্ন এলকা থেকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং-এর অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণেই এই হামলা বলে জানায় র ্যাব। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।