মানবাধিকার কমিশন স্বাধীনভাবেই কাজ করছেঃ কমিশন চেয়ারম্যান

0

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন,  আইন শৃঙ্খলা বাহিনীর গাফেলতির বিষয়গুলো মানবাধিকার জাতীয় কমিশনে তদন্ত করতে দেওয়া হলে নতুন করে কমিশন গঠনের প্রয়োজন নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বর্তমান কমিশনের ৩ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বর্তমান মানবাধিকার কমিশন স্বাধীনভাবেই কাজ করছে জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জাতীয় মানবাধিকার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। আসামিদের নামের সাথে অন্য মানুষের নামের মিল থাকায় অনেক সময় পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে এটা মানবাধিকার লঙ্ঘন বলেও বলেন মানবাধিকার চেয়ারম্যান। রাজধানীসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ করতে সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বক্তারা।

Share.

Comments are closed.