মানুষকে আগুনে পুড়িয়ে মারা বিএনপি অগ্নি-সন্ত্রাসের দায় এড়াতে পারেন না

0

প্রায় তিন হাজার মানুষকে আগুনে পুড়িয়ে মারা বিএনপি অগ্নি-সন্ত্রাসের দায় এড়াতে পারেন না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন সমাবেশের অনুমোদন পেয়েও দেশকে অস্থির করতে আবারো বিশৃংখলতা সৃষ্টির পায়তারা করছে বিএনপি। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে “অগ্নি সন্ত্রাসের আর্তনাদ” আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তথ্যমন্ত্রী বলেন, তাদের অগ্নি সন্ত্রাসের হাত থেকে মানুষতো বটেই, অবলা পশুও রক্ষা পায়নি। রাজাকার আল বদর নিয়ে জাতীয় সরকারের স্বপ্ন দেখা বিএনপিকে প্রতিহত করার পাশাপাশি তাদের রাজনীতিও নিষিদ্ধ করারও আহবান জানান অনুষ্ঠানের বক্তারা। এ সময় অগ্সি-সন্ত্রাসের শিকার ক্ষতিগ্রস্তরা তাদের জীবনে নির্মম কাহিনীগুলো তুলে ধরেন।

Share.

Comments are closed.