দিন দিন মানুষ রোবটিক হয়ে যাচ্ছে। মানুষকে রোবটিক সত্বা থেকে মুক্তি দিতে পারে একমাত্র সাহিত্য চর্চা। শুক্রবার সকালে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে দুই দিনব্যাপি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। নতুন মেধা অন্বেষণের তাগিদ দিয়েছেন দেশ-বিদেশের লেখকরা।
সাহিত্য চর্চাই মানুষকে রোবটিক হয়ে যাওয়ার থেকে মুক্তি দিতে পারে আর সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম হলো সাহিত্য ম্যাগাজিন। দুইদিন ব্যাপি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রথম দিনের আলোচনায় এমন বক্তব্য দেন শিক্ষাবিদ ও গবেষক সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে আগত দেশবিদেশের বক্তারা,আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, শিল্প- সাহিত্য একটি জাতির বিবেককে বাঁচিয়ে রাখতে পারে, সেইসাথে কৃষ্টি-সংস্কৃতির বিকাশে সাহায্য করে। অধুনাবাদের আলোয় এসো শেকড় খুঁজি’ স্লোগান সামনে রেখে চলছে আন্তর্জাতিক এ সাহিত্য সম্মেলন ।এতে অংশ নিয়েছেন ভারত, নেপালসহ বিভিন্ন দেশ এবং স্থানীয় প্রায় পাঁচ শতাধিক কবি-লেখক-অনুবাদক-শিল্পী।