রাস্তা বন্ধ করে বিএনপির সমাবেশের বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের দুর্ভোগ সৃষ্টি করে, এমন কর্মসূচি পালন করা ঠিক না। আওয়ামী লীগ সব সময় চেষ্টা করে, জনগণের দুর্ভোগের কর্মসূচি না করার। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের পর্যটন’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, রাস্তায় তাদের গাড়ি ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করার লক্ষ্য আছে কি না, জানা নেই।
বিএনপি সড়কে সমাবেশের আয়োজন করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় চেষ্টা করে, জনগণের দুর্ভোগের কর্মসূচি না করার। প্রধানমন্ত্রী তাদের সাপ্তাহিক ছুটির দিন কিংবা খোলা জায়গায় সভা সমাবেশ করার পরামর্শ দিয়েছেন। নোরা ফাতেহির অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী বলেন, এনবিআর ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। তথ্যমন্ত্রী বলেন, মানুষের সামর্থ্য বাড়ায় পর্যটনকেন্দ্রগুলো কয়েক বছর ধরে জমজমাট। এতে অভ্যন্তরীণ ট্যুরিজম আরও সমৃদ্ধ হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক লেনদেন বাড়ছে।