চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক মামলার আসামি আটক করতে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে ২ জন কনস্টেবল সহ ৪ জন ওই গ্রামে একটি মামলার পলাতক আসামিদের আটক করতে গেলে আসামীদের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী গুরুতর আহত হন। আহতদের মধ্যে সাজ্জাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।