মার্কিন রাষ্ট্রদূতকে হেনস্তার ঘটনায় সরকার জড়িত

0

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতকে হেনস্তার ঘটনায় সরকার জড়িত। আওয়ামী দুঃশাসনের যে অপরাজনীতি তা থেকে বিদেশিরাও আজ নিরাপদ নয়। বৃহস্পতিবার বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় অভিযোগ করা হয়, সরকার প্রশাসনকে ব্যবহার করে বিএনপি নেতাদের আবারও বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেন, তেজগাঁওয়ে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। মার্কিন রাষ্ট্রদূতকে হেনস্তার ঘটনায় সরকার জড়িত। নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে এ সময় অভিযোগ করেন তিনি। কারাগারে বিএনপি নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে উল্লেখ করে ইমরান সালেহ প্রিন্স বলেন, সিনিয়র নেতাদের ডিভিশন দেয়ার কথা থাকলেও শুরুতে সেটা দেয়া হয়নি।

Share.

Comments are closed.