মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিক আটক

0

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ডিবিকেএল ফেসবুক পেজে শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৈধ কাগজপত্র না থাকায় এসব নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। ১১৮ বাংলাদেশিদের সাথে আরো রয়েছে, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ ও পাকিস্তানের ১০ জন নাগরিক। ডিবিকেএলের অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ ও ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে। ফেডারেল টেরিটোরি অব কুয়ালালামপুরে বিভিন্ন সংসদীয় নির্বাচনী এলাকায় এ অভিযান চলবে বলে জানিয়েছে ডিবিকেএল।

Share.

Comments are closed.