মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা, মজুদ ও বিপণন নিষিদ্ধ

0

মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা, মজুদ ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রস্তুত মৎস্য বিভাগসহ স্থানীয় প্রশাসন। নদী পাহারা জোরদার করার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি জেলেদের।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পযর্ন্ত নিষিদ্ধ থাকছে ইলিশ ধরা। এরই মধ্যে নদী থেকে নৌকা তুলে নিয়েছেন অনেক জেলে। কিন্তু বহিরাগত জেলেদের নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারীর দাবি চাঁদপুরের স্থানীয় জেলেদের। গত বছরের কিছু ত্রুটি চিহ্নিত করে প্রশাসন কঠোরভাবে অভিযান পরিচালনা করলে অনেক বেশি সুফল আসবে বলে মনে করছেন জেলে ও ব্যবসায়ি নেতারা।  এদিকে গেলো মৌসুমে দুইবার নিষেধাজ্ঞা মেনে চলার পরও জালে পর্যাপ্ত মাছ পড়েনি বলে জানালেন ভোলার জেলেরা। তাই দেনায় জর্জরিত অনেক জেলে। নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের জন্য ২০ কেজি করে বরাদ্দকৃত চাল যথা সময়ে পৌঁছানোর দাবি জেলেদের।

Share.

Comments are closed.