মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর এর মধ্য দিয়ে সরকার যে নিজ স্বার্থে আদালতে হস্তক্ষেপ করে না, তা প্রমান হয়েছে বলে মন্তব্য করেছেন এ্যাটর্নী জেনারেল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেয়ার পাশাপাশি জামিন প্রশ্নে জারি করা রুল আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরে সাংবাদিকদের প্রশ্নরে জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার কোন বিষয়ে আদালতের কাজে হস্তক্ষেপ করে না, সেটিই প্রমাণিত হয়েছে। আদালতের আদেশের ফলে বিএনপির শীর্ষ নেতাদের কারামুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। গত ৮ ডিসেম্বর দিনগত রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। পরদিন পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

Share.

Comments are closed.