মিশরে দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলন শুরু

0

মিশরে এবার দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলন শুরু হয়েছে রোববার। এবারের সম্মেলনের অংশ নিতে বিশ্বের ১২০ জনের মতো বিশ্বনেতা লোহিত সাগরের তীরে শারম-আল-শেখ শহরে জড়ো হয়েছেন। দুই সপ্তাহ ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে করণীয় কি সেটি নিয়ে আলোচনা করবেন তারা। সম্মেলনের উদ্বোধনী দিনে জাতিসংঘ জানালো, বিশ্ব ‘একটি ভয়ানক সংকেত’ পাঠাচ্ছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রোববার প্রকাশিত এক প্রতিবেদন প্রসঙ্গে বলেন, গত আট বছরের রেকর্ডে উষ্ণতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছানোর পথে রয়েছে। কপ’২৭-র প্রেসিডেন্ট ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী বক্তৃতায় রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে খাদ্য ও জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রাক-শিল্প যুগ থেকে বৈশ্বিক তাপমাত্রা এখন ১ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং সর্বশেষ আট বছর রেকর্ডে সর্বোচ্চ উষ্ণ হওয়ার পথে পৃথিবী। কপ২৭ এর মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার।

Share.

Comments are closed.