দেশবাসীকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকে তারল্য নিয়ে কোনো অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- বর্তমান পরিস্থিতিতে অনেক উন্নত দেশ বিপদের মধ্যে থাকলেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখনো স্থিতিশীল রয়েছে। সোমবার ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২ এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, যে কোনো বিপদে, দুর্যোগে দেশের সশস্ত্র বাহিনী সব সময় মানুষের পাশে দাঁড়ায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ করা নিয়ে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলো আওয়ামী লীগ। সেই কথা সরকার রেখেছে। আজ ডিজিটাল বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অনেক অভিযোগ উঠার পর বিদেশি অর্থায়ন বন্ধ হয়ে গেলে তখন সিদ্ধান্ত নেয়া হয়- দেশের অর্থেই পদ্মা সেতু করার। তখন এটিকে অনেকে অসম্ভব বললেও তাও সম্ভব হয়েছে। কারণ অসম্ভবকে সম্ভব করাই বাঙালির চরিত্র। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলে এসময় মন্তব্য করেন সরকারপ্রধান।