মুন্সিগঞ্জে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে স্বামী

0

মুন্সিগঞ্জ সদরে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে স্ত্রী কাজলী আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে স্বামী। বুধবার সকালে সদর উপজেলা মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় কাজলী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মো. শান্ত পলাতক রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে আগে থেকেই দাম্পত্য কলহ চলে আসছিলো। এরমধ্যে স্বামী শান্ত একটি মামলায় জেল হাজতে ছিলো। কয়েকদিন আগে জামিনে বেরিয়ে আসে। জামিন পেয়ে বাড়িতে ফিরেই স্ত্রীর বিরুদ্ধে তারই মামার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক থাকার অপবাদ দিয়ে আসছিলো। এই জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share.

Comments are closed.