উদ্দেশ্যেমূলকভাবে মূল্যস্ফীতির তথ্য নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে বাড়ছে অর্থনীতিতে অস্থিরতা। এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে গবেষণা সংস্থা বিআইডিএস আয়োজিত বার্ষিক উন্নয়ন স্মমেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আর অর্থনীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি বলে এতে মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
কোন পথে দেশের অর্থনীতি। সেই মূল্যায়ন তুলে ধরতে শুরু হলো স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের। বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে, এমন ইঙ্গিত দিয়ে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, তিন মাস ধরে কমছে সার্বিক মূল্যস্ফীতি। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অর্থনীতির প্রবৃদ্ধি ৬ শতাংশের মধ্যে থাকবে বলে মন্তব্য করেন তিনি। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, দেশের রেমিট্যান্স, রিজার্ভ, আমদানি-রপ্তানি নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই। তবে, অর্থনীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। ব্যাংক ও খোলা বাজারে ডলারের দাম কমলেও হুন্ডি বন্ধ না হলে রেমিট্যান্স বাড়বে না বলে এ সময় মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কৃষির উন্নয়নের পাশাপাশি মানুষের আয় আরো কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে গবেষণা জরুরি বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।