মূল্যস্ফীতির পাগলাঘোড়ার লাগাম টানা সম্ভব হয়েছে

0

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলেও সরকারের নানা উদ্যোগের কারণে দ্রব্যমূল্যের পাগলাঘোড়া বাগে এসেছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে জনশুমারি পরবর্তী যাচাই জরিপ কার্যক্রমে নিয়োজিত তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও সুপারভাইজিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি করেন।

মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমবে। তবে কতটা বাগে এসেছে, তা দুই একদিনের মধ্যেই জানা যাবে। মূল্যস্ফীতির পাগলাঘোড়ার লাগাম টানা সম্ভব হয়েছে। মূল্যস্খীতি কমার কারণ হিসেবে মন্ত্রী বলেন, এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে চার কোটি মানুষ সুবিধা পাচ্ছেন। সেই সঙ্গে সরকারের নানা উদ্যোগের ফলে যারা সরাসরি মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা উপকৃত হয়েছেন। ফলে মূল্যষ্ফীতিতে লাগাম টানা সম্ভব হয়েছে। তথ্য নিয়ে কোন প্রকার ইঞ্জিনিয়ারিং করা হবে না কলে এসময় মন্তব্য করেন তিনি।

Share.

Comments are closed.