মেইড ইন বাংলাদেশ উইক-২০২২ উদ্বোধন

0

২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে বাংলাদেশকে বদলে দেয়ার যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছিলো তার বাস্তব রূপ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলাম বদলে যাবে বাংলাদেশ। সত্যিই বাংলাদেশ বদলে গেছে। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে পোশাক খাতের প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেনি তিনি।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পে আগামী দিনের চ্যালেঞ্জ মাথায় রেখে এ বাজারকে আরো সমৃদ্ধ করতে প্রয়োজনে দেশি-ব্যবসায়ীদের বৈদেশিক অংশীদার খুঁজে নিতে হবে। তৈরি পোশাক শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের দেয়া সরকারের সুবিধাগুলোর সুফল পাচ্ছে দেশের অর্থনীতি মন্তব্য করে প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের পদধ্বনি শুনছি। আর তাই এর উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শ্রমিকদের দিকে দৃষ্টি দিয়ে তাদের কল্যাণ নিশ্চিত করা, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করাসহ সব বিষয়ে ব্যবসায়ীদের নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Share.

Comments are closed.